সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Ventoy দিয়ে USB Bootable করে উইন্ডোজ ইনস্টল ও যেকোন ISO রান করা সহজ

Ventoy দিয়ে USB Bootable করে উইন্ডোজ ইনস্টল ও যেকোন ISO রান করা সহজ

বর্তমান সময়ে Bootable USB খুব জনপ্রিয়। বিশেষ করে Operating System সেটাপ দেয়ার জন্য। এর মাধ্যমে DVD এর চেয়ে খুব দ্রুত সেটাপের কাজ শেষ করা যায়। Bootable USB অনেক জনপ্রিয় Tool  নিয়ে ইতিপূর্বে  অসংখ্য টিউটোরিয়াল করা হয়েছে। 

যেমন Sardu, Windows7-USB-DVD-tool, Yumi, Universal USB Installer, WinToFlash, Rufus, Win setup from USB, WinToBootic ইত্যাদি টুল ও DOS Command বা Batch File এর মাধ্যমেও Windows Bootable USB  তৈরি করা সর্ম্পকে আমারা জেনেছি

তাছাডা USB Bootable করার আরো অনেক tool ও পদ্ধতি আছে, তবে Ventoy হলো সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। এটি ব্যবহার করে আপনি একবার USB ড্রাইভে Ventoy ইনস্টল করলেই ভবিষ্যতে একাধিক ISO ফাইল কপি করে বুট করতে পারবেন, ISO ফাইল ইন্টারনেট হতে ডাউনলোড করুন অথবা CD DVD  থেকে কিভাবে ISO তৈরি ফাইল Save করা যাই এখান হতে দেখে আসতে পারেন 

Ventoy কী?

Ventoy একটি ওপেন-সোর্স টুল, যা USB ড্রাইভকে Multiboot USB হিসেবে ব্যবহার করতে দেয়। এর মাধ্যমে আলাদা আলাদা ISO ফাইল রাখতে পারবেন এবং বুট মেনু থেকে যেকোনো একটি সিলেক্ট করে সরাসরি ইনস্টল করতে পারবেন।

Ventoy দিয়ে USB Bootable করার উপায়?

প্রথমে Ventoy অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। 

এটি Windows ও Linux-এ কাজ করে।

Windows এর জন্য Windows এর ভার্সন ডাউনলোড করুন।

ডাউনলোড করা Ventoy  সফটওয়্যারটি zip আকারে পাবেন তাই 7-zip দিয়ে Extract করে নিন

Extract করে ফোল্ডারটি ওপেন করলে নিচের মত দেখতে পাবেন

Ventoy-2Disk.exe ফাইলটি রান করুন। 
রান করলে নিচের মত দেখতে পাবেন

আপনার USB ড্রাইভ টি পিসি বা ল্যাপটপে সংযুক্ত করুন

তার পর নিচের চিত্রের ন্যায় লাল মার্ক দিয়ে দেখানো সবুজ Refresh অপসনে ক্লিক করুন।

সবুজ Refresh অপসনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় USB ড্রাইভ টি সংযুক্ত দেখাবে
এখন আমরা যে পিসি বা ল্যাপটপে Bootable USB টি তৈরী করে ব্যবহার করব 
উক্ত পিসি বা ল্যাপটপের হার্ডডিস্কের Partition Style: MBR নাকী GPT  রয়েছে আমাদের জানতে হবে 
অন্যতায় যেন পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে না হয়, যদিও Ventoy Tool টি MBR ও GPT উভয় ক্ষেত্রের হার্ডডিক্সে সাপোর্ট করে, তারপরেও আমরা আমাদের ল্যাপটপ অথবা পিসির Partition Style: নির্ণয় করে আমরা আমাদের বুটেবল পেনড্রাইভ-টি  তৈরি করবো    MBR ও GPT সঠিক ভাবে ম্যাচ  করলে Bootable USB টি পিসি বা ল্যাপটপে সার্পোটে আরো কার্যকরী ভূমিকা রাখবে 
MBR ও GPT কি এ নিয়ে অলরেডি পোষ্ট করা আছে প্রয়োজনে দেখে আসতে পারেন।

পিসি বা ল্যাপটপের হার্ডডিস্কের Partition Style: MBR নাকী GPT  রয়েছে জানার জন্য পিসি বা ল্যাপটপে

Win + R   চাপুন,নিচের চিত্রের ন্যায় একটি Run বক্স ওপেন হব Run বক্সে

diskmgmt.msc
লিখে Ok দিলে নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন।

উপরের চিত্রের ন্যায় হার্ডডিস্কের Disk 0 লিখার উপরে মাউসের রাউট বাটনে ক্লিক করলে MBR নাকী GPT জানতে পারবেন, যদি Convert to MBR Disk লিখা তাকে তাহলে বুঝতে হবে যে আপনার হার্ডডিস্কের Partition Style:  GPT  রয়েছে।

যদি Convert to GPT Disk লিখা তাকে তাহলে বুঝতে হবে যে আপনার হার্ডডিস্কের Partition Style:  MBR  রয়েছে।

চলুন আমরা আবারো Ventoy Tool এ ফিরে যাই

লক্ষ্য করুন Ventoy Tool  এর উপরের চিত্রে Option রয়েছে, উক্ত Option ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন।


আপনার পিসি বা ল্যাপটপের হার্ডডিস্কের Partition Style: অনুযায়ী MBR বা GPT তে ক্লিক করে দিন ,এর পর "Install" বাটনে ক্লিক করুন।

Install" বাটনে ক্লিক করলে  নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন YES এবং No চাইবে , মানে হলো USB টি ফরমেট করার অনুমতি চাইবে

আপনি Yes দিলে USB ড্রাইভটি ফরমেট হয়ে বুটেবল হওয়ার জন্য প্রসেসিং চালু হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনস্টলেশন সম্পন্ন হলে Ventoy Tool এর মাধ্যমে নিচের চিত্রের ন্যায় congratulations মেসেজ পাবেন মানে  USB ড্রাইভটি  Ventoy-র জন্য প্রস্তুত।


আপনার পছন্দের Windows, Linux, বা অন্য OS-এর ISO ফাইল ডাউনলোড করুন 
ISO ফাইল কপি করে USB Drive  USB এ Past করে দিন

USB থেকে Boot করুন, আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।

BIOS/UEFI সেটিংসে গিয়ে Boot Menu খুলুন (সাধারণত F2, F12, Esc বা Del কী চাপতে হয়)।

আপনার USB ড্রাইভ সিলেক্ট করুন।

Ventoy মেনু লোড হবে এবং সেখানে ISO ফাইলগুলোর তালিকা দেখাবে।

যেকোনো ISO সিলেক্ট করুন এবং Enter চাপুন।

ইনস্টলেশন প্রসেস শুরু হবে।

কেন Ventoy ব্যবহার করবেন?

✅ একবার ইনস্টল করলে বারবার USB ফরম্যাট করতে হবে না।

✅ একাধিক ISO ফাইল রাখতে পারবেন এবং সহজে বুট করতে পারবেন।

✅ Windows, Linux, WinPE, এবং অন্যান্য ISO সাপোর্ট করে।

✅ GPT ও MBR উভয় পার্টিশন সাপোর্ট করে।

✅ সম্পূর্ণ ফ্রি এবং ওপেন-সোর্স।


এই পদ্ধতিতে আপনি খুব সহজেই USB Bootable তৈরি করতে পারবেন এবং একাধিক OS বুট করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনার কাজে আসবে! 😊


আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। 🚀

1 টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।