বর্তমান সময়ে Bootable USB খুব জনপ্রিয়। বিশেষ করে Operating System সেটাপ দেয়ার জন্য। এর মাধ্যমে DVD এর চেয়ে খুব দ্রুত সেটাপের কাজ শেষ করা যায়। Bootable USB অনেক জনপ্রিয় Tool নিয়ে ইতিপূর্বে অসংখ্য টিউটোরিয়াল করা হয়েছে।
যেমন Sardu, Windows7-USB-DVD-tool, Yumi, Universal USB Installer, WinToFlash, Rufus, Win setup from USB, WinToBootic ইত্যাদি টুল ও DOS Command বা Batch File এর মাধ্যমেও Windows Bootable USB তৈরি করা সর্ম্পকে আমারা জেনেছি
তাছাডা USB Bootable করার আরো অনেক tool ও পদ্ধতি আছে, তবে Ventoy হলো সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। এটি ব্যবহার করে আপনি একবার USB ড্রাইভে Ventoy ইনস্টল করলেই ভবিষ্যতে একাধিক ISO ফাইল কপি করে বুট করতে পারবেন, ISO ফাইল ইন্টারনেট হতে ডাউনলোড করুন অথবা CD DVD থেকে কিভাবে ISO তৈরি ফাইল Save করা যাই এখান হতে দেখে আসতে পারেন