আপনি একজন Hardware Troubleshooter এবং প্রায় সময় Windows Setup বা Software Setup নিয়ে কাজ করতে
হয়। ভাবুনতো ঐ কাজগুলো করতে আপনার কত সময় ব্যয় হয়। Windows
Install করার পর অনেকগুলো সফটওয়ার Install করতে কমপক্ষে
আধাঘন্টা সময় ব্যয় হতে পারে। কিন্তু এতটুকু সময় কি আমাদের আছে? Life is busy, but we try to make it easy এই কথাটি’র সাথে যদি একমত হন তাহলে আপনাকে এমন
একটা উপায় খোঁজে বের করতে হবে যা আপনাকে খুব অল্প সময়ে Troubleshooting এর কাজগুলো শেষ
করতে সহযোগিতা করবে। আমি এমন কিছু নিয়েই আপনাদের জন্য
লিখছি।
যারা আমার ব্লগে Visit করেন বা Techtunes এ আমার পোষ্টগুলো নিয়মিত পড়েন তাদেরকে নিশ্চয় এটা
বলার দরকার নেই যে Silent Install কী, কিভাবে করতে হয় বা এর সুবিধাগুলো কী কী। আর যারা আমার
পোষ্ট প্রথম পড়ছেন তারা আমার ব্লগে একটু সময় ব্যয় করেন বা Techtunes এ আমার
পোষ্টগুলো পড়ুন।
এবার আসি আসল কথায়। আমি আপনাদের জন্য আজকে একটি Software Bundle নিয়ে এসেছি যা আপনার সময় এবং পরিশ্রম উভয় বাঁচিয়ে দেবে
বহুগুণ। Software Bundle এ যে যে Software গুলো রয়েছে তাহলো 7zip 920, Winrar 5.00, vlc-2.1.0, Evil Player, Foxit Reader 5.4, dopdf-7,
Firefox 25.0, K-Lite Codec Pack 1010 Mega, kmplayer, Cyber Link Power DVD 10, Rev uninstaller1.9.5,
Auslogics Disk Defrag 3.1 , Wise Registry Cleaner 7.8.8, Google Chrome 33,
Firefox_Profile, Chrome_Profile, Avro_5.5.0, IDM_6.19, Fonts_Pack_Win7। সাথে রয়েছে আমার Bootable_USB
ফাইলটিও।
উপরের সফটওয়ারগুলো প্রায় 80-90% ইউজারই ব্যবহার
করেন ডিফল্ট হিসেবে। তাই Windows Setup এর পর এক মুহুর্তে যদি Software গুলো Install হয়ে যায় তাহলে
আপনার কত সময় বাঁচবে একবার চিন্তা করুন। আমি সেই ব্যবস্থায় করেছি। PDF
এর জন্য আমি এখানে Foxit Reader ব্যবহার করেছি। যারা Adobe Reader ব্যবহার করেন
তারা আমার তৈরি Adobe Acrobat Silent Install Download করতে পারেন। এছাড়া Writing Software হিসেবে রয়েছে
জনপ্রিয় Avro। যারা একান্তই বিজয় ব্যবহার করেন তারা Bijoy Silent Install পোষ্টটি দেখুন। আর MS Office এর জন্য রয়েছে
আমার Office 2003 Silent Install, Office 2010 Silent Install, Office 2013 Silent Install। যার যার প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এছাড়া আমার মত
যারা হাল্কা পাতলা গ্রাফিক্স এর কাজ করেন তারা Photoshop 8.0 Silent Install পোষ্টটি দেখতে
পারেন। Chatting এর জন্য প্রয়োজন হলে নিতে পারেন আমার Yahoo Messenger Silent, Skype_6.6_for_XP (skype 6.6 এর পরের ভার্সনগুলো এক্সপিতে ঝামেলা করে) Skype 6.7 Silent Install, CD/DVD Writing এর
জন্য প্রয়োজন হলে দেখতে পারেন Nero Silent 6.6।
আমার ব্যবহৃত প্রায় সবগুলো Software ই Silent Install করা। যেখানে যখন দরকার হয় ব্যবহার করি। Silent Install System জানা থাকলে আপনারাও নিজেদের প্রয়োজনীয় সফটওয়ারগুলো এভাবেই তৈরি করে নিতে পারেন। এ পোষ্ট দিয়ে একজন ইউজারের ১০০% চাহিদা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু কাছাকাছিতো হবে। তাই যদি প্রয়োজন মনে করেন এখনই ডাউনলোড দিন সার্ভার লোড হওয়ার আগে।
ব্যবহারের নিয়মঃ
ব্যবহারটা খুব জটিল নয়। আমি এ প্যাকটি মূলত তৈরি করেছিলাম Windows 7 এর উদ্দেশ্যে। তবে এক্সপি
থেকে পরবর্তী সব ভার্সনে যাতে কাজ করে সেই ভাবেই তৈরি করেছি। Windows Installed করার পর অন্য
কোন সফটওয়ার ইনস্টল করার আগেই সফটওয়ারগুলো ইনস্টল করতে হবে। Full_Setup.bat ফাইলটি’র উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে রান করুন। আর এক্সপিতে
শুধু ডাবল ক্লিক করলেই হবে। খুব অল্প সময়েই
সফটওয়ারগুলো Installed হয়ে যাবে। Package টিতে
32bit
& 64bit এর জন্য আলাদা আলাদা সফটওয়ার
রয়েছে। কিন্তু
আমার Batch
File টি 32bit & 64bit Windows কে নিজ
থেকেই চিনে নেবে এবং সেই অনুযায়ী সফটওয়ার সেটাপ করবে। সেটাপের পর পিসি একবার Reboot
করুন। ইনস্টল হওয়ার সময় মাউস বা কী-বোর্ড ব্যবহার করবেন না, Internet Connection রাখবেন না। অনেক সময় IDM Installed হওয়ার পর OK দেয়ার জন্য একটি Massage আসে। ওটার জন্য আমি
৫ সেকেন্ড সময় দিয়েছি। যদি ৫ সেকেন্ড পরেও মেসেজটি না যায়
তাহলে মাউস দিয়ে ওটাতে Just একটা ক্লিক
করুন। KM Player এও হয়তো এরকম একটি মেসেজ আসতে পারে। আসলে OK দেবেন।
আর যারা Unattended Windows এ ব্যবহার করতে
চান তারা সবগুলো ফাইল Copy করে SCRIPTS ফোল্ডারে Paste করে দিন। SETUPCOMPLETE নামের
ফাইলটিতে সব কমান্ড আছে। আপনাকে কিছুই করতে হবে না।
Software Update:
আমি প্রথমে সবগুলো সফটওয়ারকে Silent Pack করেছিলাম। কিন্তু কিছু সফটওয়ার আছে যেগুলো সবসময় আপডেট হয়। তাই Update করার সুবিধা রেখেই এগুলোকে আবার তৈরি করি। Package টিতে অনেক ধরনের Silent System ব্যবহার করা হয়েছে। কিছু Software ছাড়া বাকি সবগুলো সফটওয়ারই আপনার চায়লে Update করতে পারেন। Evil Player, Foxit Reader, Power DVD, Avro, Fonts_Pack কে Update করা যাবে না। আর বাকিগুলোকে Update করতে চায়লে একই নাম দিয়ে আগেরটা Delete করে শুধু আপনারটা কপি করে দেবেন। যেমন IDM New Version যুক্ত করতে চায়লে IDM.exe নামে Rename করুন আর আমারটা Delete করে আপনারটা দিন। যারা IDM এর Genuine User তারা আমার IDM_Patch টা ব্যবহার করবেন না। যারা আরও সফটওয়ার ইনস্টল করতে চান তারা ইচ্ছে করলে আমার Full_Setup.bat টিতে Command Add করে কাজ করতে পারেন। তবে DOS এ অভিজ্ঞ না হলে কাজটি করতে যাবেন না।
আমি প্রথমে সবগুলো সফটওয়ারকে Silent Pack করেছিলাম। কিন্তু কিছু সফটওয়ার আছে যেগুলো সবসময় আপডেট হয়। তাই Update করার সুবিধা রেখেই এগুলোকে আবার তৈরি করি। Package টিতে অনেক ধরনের Silent System ব্যবহার করা হয়েছে। কিছু Software ছাড়া বাকি সবগুলো সফটওয়ারই আপনার চায়লে Update করতে পারেন। Evil Player, Foxit Reader, Power DVD, Avro, Fonts_Pack কে Update করা যাবে না। আর বাকিগুলোকে Update করতে চায়লে একই নাম দিয়ে আগেরটা Delete করে শুধু আপনারটা কপি করে দেবেন। যেমন IDM New Version যুক্ত করতে চায়লে IDM.exe নামে Rename করুন আর আমারটা Delete করে আপনারটা দিন। যারা IDM এর Genuine User তারা আমার IDM_Patch টা ব্যবহার করবেন না। যারা আরও সফটওয়ার ইনস্টল করতে চান তারা ইচ্ছে করলে আমার Full_Setup.bat টিতে Command Add করে কাজ করতে পারেন। তবে DOS এ অভিজ্ঞ না হলে কাজটি করতে যাবেন না।
Download: Mediafire
আমি 2 Part (298MB) করে Package টা Upload করেছি। Download করার পর দুটোকে
একসাথে Select করে 7zip দিয়ে Extract/Merge করে নিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।